
প্রথম দিনেই ফাঁস হলো মাধ্যমিকের প্রশ্নপত্র
তন্ময় মাহারা: মালদা:-
মাধ্যমিকে নকল সরবরাহের চেষ্টা। টুকলিসহ পুলিশের হাতে গ্রেফতার দুই যুবক। মালদহের ইংরেজবাজারের রায়গ্রাম স্কুলের ঘটনা। পরীক্ষা কেন্দ্রের বাইরে টুকলি তৈরির সময় হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজুর সিদ্ধান্ত পুলিশের। উল্লেখ্য, ইংরেজবাজারের এই স্কুল থেকেই প্রশ্নপত্র পাচারের ঘটনা ঘটে।

প্রসঙ্গত,শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। ১০টা থেকে পরীক্ষার খাতায় লেখা শুরু করেন পরীক্ষার্থীরা। তার আধ ঘণ্টার পরই মালদা জেলায় মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে প্রশ্নপত্র। পরীক্ষা শেষের পর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা যায় সেই প্রশ্নপত্রই ছড়িয়েছে মোবাইল ফোনের মাধ্যমে।কেউ বা কারা ছবি তুলে ওই প্রশ্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ। যে প্রশ্ন ছড়িয়ে পড়েছে, পরীক্ষা শেষের পর ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে। প্রশ্ন হুবহু মিলে গিয়েছে।ঘটনার খবর পেতেই তদন্ত শুরু করেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। কিছুক্ষণের মধ্যেই প্রশ্নপত্রে থাকা গোপন কোড মিলিয়ে মালদার ২টি স্কুলের ২ পরীক্ষার্থীকে সনাক্ত করে তারা। তাদের পরীক্ষা সঙ্গে সঙ্গে বাতিল করে পর্ষদ।এই বছর বাড়তি সতর্কতা অবলম্বন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। পাতা হয়েছিল বিশেষ ‘ফাঁদ’।