
তিন জেলার ৬ পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী
তন্ময় মাহারা: মালদা:- মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই তিন জেলার ৬ পৌরসভা ইংরেজবাজার, পুরাতন মালদা, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলা ও বুনিয়াদপুর পৌরসভার চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী।জঞ্জাল মুক্ত শহর, নিকাশি, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, জবরদখল মুক্ত, আবাস যোজনার অর্থ প্রদানের বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। উপস্থিত ছিলেন, জয়েন্ট সেক্রেটারি জলি চৌধুরী,ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য পৌরসভার চেয়ারম্যান ও পৌর আধিকারিকরা।মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর জঞ্জাল ও যানজট মুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা সাধারণ মানুষকে যাতে পৌরসভার বিভিন্ন পরিষেবা দিতে পারেন তা নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় বৈঠকে।