বড়ঞার বেলগারামের রাস্তা কঙ্কালসার, চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ

বড়ঞার বেলগারামের রাস্তা কঙ্কালসার, চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:- মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের পাঁচথুপি গ্রামপঞ্চায়েতের বেলগ্রামের রাস্তার অবস্থা বেহাল, গ্রামবাসীদের দাবি বছরের পর বছর বাদশাহী সড়ক থেকে বেলগ্রাম যাবার রাস্তা সংস্কার না হওয়ায় রাস্তা বর্তমানে খানা খন্দে ভর্তি যার জেরে স্কুল পড়ুয়াদের স্কুল যেতে হচ্ছে এক হাঁটু কাদা পেরিয়ে, অন্যদিকে এই গ্রামের গর্ভবতী মহিলা থেকে শুরু করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে, বারংবার প্রশাসনের কাছে দরবার করা সত্ত্বেও রাস্তা সংস্কার না হওয়ায় ক্ষোভ উগরে দিল গ্রামবাসীরা। বেহাল এই রাস্তার কথা কার্যত শিকার করেছেন বড়ঞা পঞ্চায়েত সমিতির সদস্য মাহে আলম। এখন দেখার বিষয় কবে এই রাস্তা সংস্কার হবে এবং গ্রামবাসীদের সুরাহা হবে।  

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )