আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল, সরকারের লক্ষ লক্ষ টাকা জলে

আগাছায় ভর্তি পথের সাথী প্রকল্পের হোটেল, সরকারের লক্ষ লক্ষ টাকা জলে

রক্তিম সিদ্ধান্ত: মুর্শিদাবাদ:-  বিগত ১০ বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের আন্দি এলাকায় বহরমপুর সাঁইথিয়া ১১ নম্বর রাজ্য সড়কের পাশে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হয়েছিল পথের সাথী প্রকল্পের হোটেল, সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে থাকা এবং খাওয়ার ব্যবস্থাও চালু ছিল, হঠাৎ প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে এই পথের সাথী প্রকল্পের হোটেলটি বন্ধ হয়ে যায়, কি কারনে বন্ধ হয়ে গিয়েছে সে নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন। আগাছায় ভর্তি হয়ে রয়েছে পথের সাথী হোটেল, স্থানীয় বাসিন্দাদের দাবি এই হোটেলটি আবারও পুনরায় সাধারণের জন্য খুলে দেয়া হোক এবং এখান থেকে আবারো সাধারণ মানুষ যেন পরিষেবা পেতে পারে সেই দিকেই নজর দিক প্রশাসন। যদিও এ প্রসঙ্গে প্রশাসনিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )