অবৈধ কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

অবৈধ কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু ব্যক্তির

কৌশিক মুখার্জী: আসানসোল:-

অবৈধ কয়লার কারবার যে বন্ধ হয়নি তা আবার প্রমাণিত হলো।এবার অবৈধ কয়লা বোঝাই করা ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির।
আসানসোলের উত্তর থানার অন্তর্গত কাল্লা মোড়ের কাছে পথদুর্ঘটনায় প্রাণ গেলো এক ব্যক্তির।জানা গেছে কয়লা বোঝাই একটি কোলকাতা গামী ট্রাক যাচ্ছিলো সেই সময় রাস্তা পারাপার করতে যায় তরুণ সিং নামে এক ব্যক্তি।ট্রাকের ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুণ সিং নামের ব্যক্তিকে মৃত ঘোষণা করে।এলাকার মানুষ ক্ষতিপূরণের দাবিতে ট্রাকটি ঘেরাও করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উৎপল সিনহা।তিনি বলেন যে মৃতের বাড়িতে কেউ নেই।ইতিমধ্যে তার স্ত্রী মারা গেছে, এখন তার ছোট ছোট বাচ্চা রয়েছে, তিনিই তাদের দেখাশোনা করতেন,তিনিও সড়ক দুর্ঘটনায় মারা যান।আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব ছোটো শিশুদের জন্য কিছু করার জন্য যাতে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে।
স্থানীয়রা বলেন এই ট্রাকটি কয়লা বোঝাই করে বারাবনি থেকে কলকাতার দিকে যাচ্ছিল।বেআইনি কয়লা পাচার হচ্ছে বারাবনিতে। ফল স্বরূপ দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ।ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে।পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )