
মাধ্যমিকে দশ জনের তালিকায় জায়গা করে নিল মালদার তিন ছাত্র
তন্ময় মাহারা: মালদা:- এবারও মাধ্যমিকে মালদার জয়জয়কার। রাজ্যে মাধ্যমিকে প্রথম দশ জনের তালিকায় জায়গা করে নিল মালদার তিন ছাত্র। শহরের একাধিক নামজাদা স্কুলকে পেছনে ফেলে দশজনের তালিকায় উঠে এলো গ্রাম অঞ্চলের এক স্কুল। তিনজনই মালদার কালিয়াচকের মৌজমপুর H,S,S,B হাই স্কুলের ছাত্র। তারমধ্যে ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ হয়েছে সাহাবুদ্দিন আলী অন্যদিকে নবম স্থানে রয়েছে যৌথভাবে দুইজন মালদার। ৬৮৫ নম্বর পেয়ে যৌথভাবে রাজ্যে নবম হয়েছে বিশাল চন্দ্র মন্ডল এবং আমিনুল ইসলাম।