গ্রীন আসানসোল ও ক্লিন আসানসোল স্লোগানকে সামনে রেখে সেমিনার ও সাইকেল রেলি, উপস্থিত মন্ত্রী।

গ্রীন আসানসোল ও ক্লিন আসানসোল স্লোগানকে সামনে রেখে সেমিনার ও সাইকেল রেলি, উপস্থিত মন্ত্রী।

কৌশিক মুখার্জী: আসানসোল:-

গ্রীন আসানসোল ও ক্লিন আসানসোল স্লোগানকে সামনে রেখে আসানসোল সেন্টপেট্রিক উচ্চ বিদ্যালয় ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ আসানসোল গড়ে তোলার লক্ষ্যে একটি বিশেষ সেমিনার আয়োজিত হলো। কিভাবে দূষণ নিয়ন্ত্রণ করা যাবে সে ব্যাপারে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে একটি সাইকেল রেলির মাধ্যমে আসানসোলবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলাশাসক এস পন্নবালাম, আসানসোল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিক সুবীর মন্ডল, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস প্রমুখ। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন ‘দেরিতে শুরু হলেও সদর্থকভাবেই এই কাজ শুরু হয়েছে এবং আশা করা যায় আগামী দিনে এই শহরের দূষণ অনেকটা নিয়ন্ত্রণ হবে।’

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )