দীন
গোপা ভট্টাচার্য্য (কলকাতা)

যার বুকের জমিতে আপন খুশিতে হাল চালিয়ে যাও,
তার বুকের পাঁজরের নিশ্চুপ রক্তক্ষরণ দেখতে পাও না …
যে ফসল ফলে যন্ত্রণার কোলে, তার অধিকার শুধু তোমার বলে দাবি করো …
কী মর্মান্তিক !
মুখ ফুটে কিংবা দাপট খাটিয়ে যে নিজের চাহিদার কথা বলতে পারে না .. সে ব্রাত্য …
তবে মনে রেখো,
দুর্বল সে নয়….
তুমি যাকে অবাধে শোষণ – শাসন করে যাও, সে ক্ষমাশীল…
সে ধৈর্য্যশীল … সে দয়ার সাগর… সে দাতা …
তাই তুমি ইচ্ছেমত আধিপত্য চালাতে পারো …
দগ্ধ তপনের যন্ত্রণার রং আকাশের গায়ে প্রতিফলিত হয়, দিনের শেষে …. তখন তুমি হাহুতাশ করো … কারণ আঁধারে ছেয়ে যায় তোমার স্বপ্নের বাগিচা ….
তবুও তাকে দিতে পারোনি ভালোবাসার উষ্ণতা …
তার কারণ, তুমি কৃপণ নও, নও কৃপণ ….
তুমি অতিশয় দীন … অতিশয় দীন!!