বোনেদের কাছে ফোঁটা নিলেন মন্ত্রী ও ডেপুটি মেয়র

বোনেদের কাছে ফোঁটা নিলেন মন্ত্রী ও ডেপুটি মেয়র

রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- কালীপুজো শেষ হওয়ার পর হিন্দুদের ঘরে ঘরে আজ ভাইফোঁটা উৎসব।

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। 

কাঁটা যেন নড়ে না, আমার ভাই যেন মরে না।’

এটি হিন্দুদের অন্যতম বড় উৎসব ভাইফোঁটা নামে পরিচিত। অধিকাংশ হিন্দু দ্বিতীয়ার দিন ফোঁটা দেয় বলে এটি ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত।

ভাইফোঁটার দিন বোন তার ভাইয়ের জন্য পুজোর আয়োজন করে এবং ভাইয়ের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে। কপালে চন্দনের টিপ দিয়ে ভাইকে মিষ্টিমুখ করিয়ে বোনেরা ভাইয়ের হাতে উপহার তুলে দেয়। ভাইরাও তাদের বোনকে উপহার দিয়ে থাকে। এইভাবে পারস্পরিক সম্পর্কের বন্ধন দৃঢ় হয়।

এদিন মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের চার বোনেরাও দুই ভাইকে ফোঁটা দেন। মন্ত্রীর পৈত্রিক বাড়িতে ভাইফোঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।যেখানে মলয় ঘটক এবং অভিজিৎ ঘটকের চার বোন ব্রততী ব্যানার্জি প্রণতি ব্যানার্জি,স্বাতী মুখার্জি এবং মুনমুন চক্রবর্তী ফোঁটা দেন। মলয় ঘটক বলেন যে তিনি এবং তাঁর ভাই অভিজিৎ ঘটক তাদের রাজনৈতিক কর্ম কান্ডের জন্য ব্যস্ত থাকেন, কিন্তু আজকের দিনটি তারা তাদের বোনেদের জন্য রেখে দিয়েছেন এবং তার বোনেরাও যে যেখানেই থাকুক তাদেরকে ফোঁটা দিতে অবশ্যই আসে। মলয় ঘটক এবং অভিজিৎ ঘটক এর দিদি প্রণতি ব্যানার্জি বলেন যে তার দুই ভাই মানুষের সেবা করছেন এবং তারা চান যে তাঁর দুই ভাই এভাবে সুস্থ থাকুন এবং মানুষের সেবা করে যাক।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )