মেকি সমাজ
ছবি বিশ্বাস (সুবর্ণবিহার, নদীয়া)

সন্ধ্যার প্রথম তারার মত স্নিগ্ধ
অপরূপ এই ছবিটি,
মজবুত দায়িত্বে অটল বিশ্বাসী দুটি ঠোঁট।
একমাথা ঢেউ খেলানো চুল উঁচু করে খোঁপা বাঁধা,
না না বাড়তি মেকআপের কোন প্রলেপ নেই,
সরলতা মাখা মুখ গুলো মাটির খুব কাছের,
এই ছবি স্বপ্ন দেখায়
গানে গানে ছুটতে শিখায়।
আর এখন —
ছোট বেলার অবাক চোখে আধুনিক সভ্যতা বিরক্তি ভরা দিন উপহার দিয়ে যাচ্ছে–
তোমাকে সব থেকে সুন্দর দেখাতে হবে,
দামি দামি পোশাক পরতে হবে
ব্যয়বহুল আসবাবপত্র দিয়ে ঘর সাজাতে হবে
তা না হলে সমাজ তোমাকে টেনে হেঁচড়ে ছুঁড়ে ফেলে দেবে ।
মেকি style আর মুখোশের পিছনে ছুটতে ছুটতে যখন ক্লান্ত হয়ে পড়ি,
তখন আমি এই ছবিটির সামনে দাঁড়িয়ে বলি
তুমি তো ফুলের মতো সুন্দর আমাকে তোমার হাতে তুলে দিলাম,
যত্নে রেখো আমাকে হারিয়ে যেতে দিওনা।
CATEGORIES কবিতা

