
আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করল শাঁকতোরিয়া ফাঁড়ির পুলিশ
সংবাদদাতা: কুলটি:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার সাঁকতোড়িয়া ফাঁড়ি অন্তর্গত রক্তা এলাকার ঘটনা।ঘটনা প্রসঙ্গে জানা যায় গত কাল বুধবার গভীর রাতে ওই এলাকায় বাড়ি লোকের অনুপস্থিতে দীনু গোপ নামে এক ব্যাক্তি বাড়িতে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ।এই ঘটনার পর আজ বৃহস্পতিবার দুপুর ২টায় সাঁকতোড়িয়া পুলিশ ফাঁড়িতে দীনু গোপের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা যায় ।এই ঘটনায় পুলিশ দীনু গোপ কে গ্রেফতার করেছে।ঘটনার তদন্তে পুলিশ।যদিও অভিযুক্ত দীনু গোপ ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন।
CATEGORIES আসানসোল

