ভাইফোঁটা

তিতলী রায় (কলকাতা)

দিলাম ফোঁটা শুভক্ষণে পুণ্য তিথি এলো যখন
ভ্রাতৃদ্বিতীয়া বছর ঘুরে এলো আবার ফিরে,
হৃদয়ের এই গভীর বন্ধন থাকবে চিরকাল
যতই আসুক বাধাবিঘ্ন থাকবে স্মৃতি এই দিনকে ঘিরে।

ভাবতে ভীষণ ভালো লাগে এই দিনকে ঘিরে এতো আয়োজন
শঙ্খ উলু বেজে ওঠে ক্ষনে ক্ষণে সকল ঘরে ঘরে,
ধনী গরীব কী আসে যায় ভাই তো সবার ভাই ই হয়
কারোর ঘরে হরেক আয়োজন, কেউ বা চোখ জলে ভরে।

কথিত প্রথা প্রচলিত কথা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা
যমের দুয়ারে পড়লো কাঁটা
এমনি অনেক কথা বলে
হয় সম্পন্ন এই ভাইফোঁটা।

অনেক আশায় বুক বাঁধে বোন ভাইয়ের মঙ্গলে
সকল বিপদ দূরে থাকবে ভাইয়ের জীবন থেকে,
তেমনি অনেক হাজার বিপদ থেকে করবে ভাই রক্ষা
বোনের এই মনের আশা করবে ভাই পূরণ সহসা।

তবে কেন আজও কন্যা সন্তান এতো অনা দরে বেড়ে ওঠে
প্রতিটি ঘরে ভাইয়ের পাশে একটি বোন থাকা চাই,
মঙ্গল চিহ্ন কপালে দিয়ে বোনই তো ভাইয়ের দীর্ঘায়ু চায়
কোরো না হত্যা কন্যা ভ্রূন বোন কোথা থেকে পাবে ভাই।

এই শুভ দিন বছর ঘুরে আনুক ফিরে পুরনো স্মৃতি
প্রতি বছর কাটবে ভালো এই একটি তিথির অপেক্ষায়,
পুরনো নতুন হাজার স্বপ্ন থাকবে গায়ে শীতল পরশ
সময়ের সাথে জীবনের বদল নতুনভাবে এসে দাঁড়ায়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )