
বাংলার মেয়েদের ঘরে ঘরে মার্শাল আর্ট শেখা উচিত, অগ্নিমিত্রা
কৌশিক মুখার্জী: কুলটি:- রবিবার ডিসেরগড়ে গিয়ে তাইকুন্ড ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে সোনা জয় করা তিন ট্রিপলেট কন্যা সুচেতা, সুপ্রীতা ও রঞ্জিতা, এই তিন বোনের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়ে ফুল মিষ্টি দিয়ে আগামী দিনে তাদের পাশে থাকবেন বলে জানান অগ্নিমিত্রা পাল। আজ ৯ই ফেব্রুয়ারি,আরজিকর হাসপাতাল কাণ্ডের তিলোত্তমার জন্মদিন। অভয়ার প্রসঙ্গ টেনে অগ্নিমিত্রা পাল বলেন রাজ্যে কোনও মহিলাদের সুরক্ষা নেই, তিলোত্তমার জন্মদিনে তাই এই তিন বোনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজ্যের মেয়েদের বার্তা দিতে চাই সবাই যেন গান-বাজনা, নাচ শেখার পাশাপাশি মার্শাল আর্ট শিখে রাখে। কারন নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে।বাংলার মেয়েদের ঘরে ঘরে মার্শাল আর্ট শেখা উচিত বলে জানালেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।
অগ্নিমিত্রা পালের কাছে শুভেচ্ছা পেয়ে খুশি ট্রিপলেট তিন বোন। তারা জানিয়েছে আমরা অনেক অনুপ্রেরণা পেলাম। আগামী দিনে আমরা আন্তর্জাতিক পদক পাওয়ার জন্য তৈরি হচ্ছি।