ফাগুনের প্রভাতে

অপর্ণা মুর্মু (ওন্দা, বাঁকুড়া)

ঋতু রাজ বসন্ত যে সুবিমল
শোভার প্রাচুর্য্য ,
ঋতু রাজের রঙ্গমঞ্চে অপূর্ব
বিচিত্র সৌন্দর্য্য।

ঋতু রাজ বসন্তে ফুটে উঠে
সহসা হাসি,
নব মল্লিকারা পুলক জাগায়
রাশি রাশি।

বসন্ত বাসন্তী রঙে আজ মানব
প্রকৃতির সাজ,
আহারে-বাহার রূপের চমকে
বসন্ত ঋতুরাজ।

আম্র মুকুলের সুবাসে গুন-গুন
অলির গুঞ্জন,
ফাগুনের দখিনা বাতাসে আজ
হবে মিলন।

গাছের ডালে ফুটলো কৃষ্ণচূড়া,
অশোক,পলাশ,
দো-দুল দোলায় ফুল ফাগুনের
দখিনা বাতাস।

মনের মাঝে বসন্তের সুর বাজে
আজ লেগেছে আগুন,
প্রকৃতি সাজ যেন মনোমুগ্ধকর
আজ এসেছে ফাগুন।

অপরূপা চোখজুড়ানো বসন্তের
এই মনোরম দৃশ্যে,
মন প্রান হারিয়ে যায় আজ এই
ফাগুনের প্রভাতে।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )