মনকেমনের জন্মদিন
চৈতী চ্যাটার্জী (কলকাতা)

যে মেয়েটির নিখুঁত হাসিতে
মুক্ত ঝরে যুদ্ধ জয়ের,
মনের সাথেই যুদ্ধ যে তার,
শিরোপা জেতে অভিনয়ের।
যে মেয়েটি সঙ্গীহীনা
একলাটি রোজ রাস্তা হাঁটে,
মহানগরীর রাজপথে তার
নিজের সাথেই প্রহর কাটে।
যে মেয়েটি বড্ড বোকা
অপমান গিলে ভীষণ হাসে,
শত্রু জেনেও অবলীলায়
উজাড় করে ভালোবাসে।
যে মেয়েটি অবাঞ্ছিতা
অশ্রু লুকায় অভিমানে,
আড়াল খোঁজে নিজের মতোই
আঁধার ঘরের শ্যাওলাকোণে।
আবেগ শূন্য যেই মেয়েটা
একলাযাপন লুকিয়ে রাখে,
বিক্ষত আজ সেই মনটাও…
একলা বাঁচার স্বপ্ন দেখে।
একাকী মেয়ের গল্প একার।
বালিশ ভেজায় খুব নীরবে।
শরীর ছাড়া মনও আছে,
খুঁজলো না কেউ জ্যান্ত শবে।
আশাবাদী খুব মেয়েটি।
তার জীবনও হবেই রঙিন,
সোনাঝরা দিনের আশায়
একলা কাটায় সে জন্মদিন।