মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ – দোষীদের গ্রেপ্তার ও মহিলা সুরক্ষার দাবিতে বিজেপির পথ অবরোধ ও থানা ঘেরাও

মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ – দোষীদের গ্রেপ্তার ও মহিলা সুরক্ষার দাবিতে বিজেপির পথ অবরোধ ও থানা ঘেরাও

রামকৃষ্ণ চ্যাটার্জ্জী, আসানসোল -:

       দুর্গাপুরের একটি বেসরকারি মেডিক্যাল  কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জীর  নেতৃত্বে বিজেপি কর্মীরা আসানসোল দক্ষিণ থানার বাইরে পথ অবরোধ করে এবং দোষীদের শাস্তির দাবি জানায়। বিপুল সংখ্যক বিজেপি কর্মী এই অবরোধে সামিল হয়। পরে রাস্তা থেকে উঠে আসানসোল দক্ষিণ থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা।

        কৃষ্ণেন্দু মুখার্জী বলেন, বিজেপির রাজ্য সভাপতি শামীম ভট্টাচার্যের নির্দেশে তিনি এবং তার কর্মীরা থানা ঘেরাও করতে এবং বিক্ষোভ করতে এসেছিলেন। তাদের একমাত্র দাবি হল দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কারণ তিনি যদি এই পদে বহাল থাকেন, তাহলে রাজ্যের অন্যান্য মহিলাদের জীবন মেডিকেল কলেজের ছাত্রীর সাথে যা হয়েছে ঠিক একই পরিস্থিতি দেখা দেবে।পশ্চিমবঙ্গে মহিলারা আদৌ নিরাপদ নন। তাইতো উড়িষ্যার এক মেয়েকে এখানকার মেডিক্যাল কলেজে পড়তে এসে গণধর্ষণের শিকার হতে হয়।

বিজেপির মহিলা কর্মীরা জানিয়েছেন যে রাজ্যজুড়ে তাদের বিক্ষোভ নারীদের নিরাপত্তার জন্য। অসংখ্য বিজেপি কর্মী কেবল রাস্তায় নেমে বিক্ষোভ করছেন না, তারা রাজ্যে শক্তিশালী আইন-শৃঙ্খলা ব্যবস্থা এবং মহিলাদের সুরক্ষার দাবিও করছেন।

         প্রসঙ্গত, গত ১০ ই অক্টোবর সন্ধ্যায় দুর্গাপুরের একটি বেসরকারী মেডিক্যাল  কলেজের ছাত্রী পাশের একটি দোকানে খাবার কিনতে গিয়ে গণধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )