
সরকারি জমি দখল করে চলছে প্লটিং,এমনই অভিযোগ করলেন কাউন্সিলর
কৌশিক মুখার্জী: কুলটি:- নেই পৌরনিগমের কোনো প্রকার অনুমতি,আর অনুমতি ছাড়াই জমির কারবারের ব্যবসা করার অভিযোগ উঠলো এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে।এমনকি সরকারি জমিও দখল করার অভিযোগ উঠলো এই বেসরকারি সংস্থার উপরে।আর অভিযোগ তুললেন আসানসোল পৌরনিগমের ১০২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৌরভ মাজি।তিনি জানান কুলটির ছোটধেমো এক বেসরকারি সংস্থা সরকারি জমি দখল, এমনকি আসানসোল পৌর নিগমের কোন অনুমতি ছাড়াই জমির ব্যাবসা করছে।এই প্রসঙ্গে তিনি বুধবার কুলটির রাধানগরে কাউন্সিলর অফিসে এক সাংবাদিক বৈঠক করে বলেন কি তার ওয়ার্ডের ছোটধেমো এলাকায় একটি বেসরকারি সংস্থা জমির প্লটিং এর ব্যবসা করছেন।কিন্ত সেখানে কিছু সরকারি জমি দখল রয়েছে।এমনকি পৌরনিগমের কোনো অনুমতিও নেওয়া হয়নি বলেও অভিযোগ।তাই এই বিষয়টি আসানসোল পৌরনিগম এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।অভিযোগ পাওয়ার পরেই এদিন ভুমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিকরা ওই এলাকায় সরজমিনে পরিদর্শন করলেন।পরিদর্শনের পর ভুমি ও ভুমি সংস্কার দফতরের আধিকারিক দেবব্রত চট্টরাজ বলেন প্রাথমিক ভাবে মনে হচ্ছে সীমানার পাঁচিলটি সরকারি জমির উপর করা হয়েছে।তবে আরেকবার পুনরায় তদন্ত করে ভুমি ও ভুমি সংস্কার দফতরে রিপোর্ট জমা দেওয়া হবে।আবার এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন অভিযোগ এসেছে।আসানসোল পৌরনিগমের আধিকারিকদের বিষয়টি দেখে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।যদি বেআইনী হয় তবে যা আইনী পদক্ষেপ আছে তাই ব্যবস্থা নেওয়া হবে।এই বিষয়ে কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার বলেন গরীব লোকেদের জমি কেড়ে ২০গুন দামে বিক্রি করা,তিনি বৃহত্তম আন্দোলনে নামার হুশিয়ারী দেন।