রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। রাম ভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন মুসলিম কমিটি আটকোশীর

রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। রাম ভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন মুসলিম কমিটি আটকোশীর

তন্ময় মাহারা: মালদা:-নাম সংকীর্তন এবং রাম নবমী উপলক্ষে ইংলিশ বাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মালদা শহর জুড়ে কলসযাত্রা। মালদা শহরের মিশন রোড থেকে শুরু হয়ে এই কলস যাত্রা শেষ হয় কুলি পাড়া এলাকায়। শোভাযাত্রায় অংশ নেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকলি কর্মকার, উদয় চৌধুরী, পলি চৌধুরী সহ অন্যান্যরা কাউন্সিলররা।

অন্যদিকে মালদহের রামকৃষ্ণ পল্লী ময়দান থেকে রামনবমী শোভাযাত্রা শুরু হলে সেই শোভাযাত্রায় দেখা যায় অস্ত্রের আস্ফালন।  সুকান্ত মোড় ফুলবাড়ি মোর পাকুড়তলা মোড় হয়ে নেতাজি মোরে যাবে সেখান থেকে চলবে জেলা জুড়ে।

মালদহে, রাম নবমীর মিছিলে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। রাম ভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি আটকোশীর। শুধু তাই নয় শহরের ফোয়ারা মোরে টেন্ড করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রাম নবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট ও লাড্ডু বিতরণ করলেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রাম ভক্ত দের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাই-বোনেরা। লাড্ডু খাইয়ে মিছিলে অংশ নেওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কদের আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাই-বোনেরা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )