আসানসোলে পালিত হলো ‘বাংলা দিবস’

আসানসোলে পালিত হলো ‘বাংলা দিবস’

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান-:

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সক্রিয় সহযোগিতায় নানান সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে 'বাংলা দিবস' উদযাপিত হল পশ্চিম বর্ধমানের আসানসোল শহরের রবীন্দ্রভবনে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক। তাকে সহযোগিতা করেন জেলাশাসক এস পোন্নামবলম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল।  

   অনুষ্ঠানে পরিবেশিত 'বাংলার মাটি, বাংলার জল' সঙ্গীতে গলা মেলান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। স্বাগত ভাষণে অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করেন জেলাশাসক। কেন এই দিবস পালন করা হচ্ছে তা ব্যাখ্যা করেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক।       

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জেলা শাসক এস পোন্নমবলম, অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, সুব্রত অধিকারী, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত সহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক, শিল্পী সহ আরও অনেকেই।
CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )