
স্থানীয় যুবকদের কাজের দাবিতে বিক্ষোভ
কৌশিক মুখার্জী: কুলটি:-
সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চীনাকুড়ি ২ ও ৩ নম্বর কোলিয়ারীতে স্থানীয়দের কাজে নিয়োগের দাবিতে বিক্ষোভ আন্দোলন আগেও চলেছে।শুক্রবার আবারো পুনরায় আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি যেখানে তাঁদের দাবি স্থানীয় বেকার যুবকদের নিয়োগ করতে হবে এছাড়া খনির কয়লা উত্তোলনের ফলে খনি সংলগ্ন এলাকায় যে জমি বাড়ি ক্ষতি হলে তার দায়িত্ব কে নেবে।মোট দশ দফা দাবি নিয়ে বিক্ষোভ ডেপুটেশন প্রদান কর্মসূচি সমস্ত গ্রাম কমিটির পক্ষ থেকে এদিন কুলটির ইসিএলের সোদপুর এরিয়া অফিসে।এদিন আরো দাবি করেন যে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থা বহিরাগত শ্রমিক নিয়ে এসে কাজ করাচ্ছে তাই অবিলম্বে স্থানীয়দের নিয়োগ দিতে হবে।
CATEGORIES আসানসোল