আসন্ন লোকসভা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

আসন্ন লোকসভা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

তন্ময় মাহারা: মালদা:- লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই ভোটের দামামা প্রায় বেজে গেল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোটের আগে কোথাও যেন কোনো রকম কোনো সন্ত্রাস না ছাড়াই। আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইতিমধ্যে জেলায় জেলায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। মালদহ জেলাতেও ইতিমধ্যে কেন্দ্র বাহিনী এসে পৌঁছেছে। শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচকে এসে পৌঁছায় কয়েক কোম্পানি আধা সামরিক বাহিনী। শনিবার সকাল থেকেই কালিয়াচক ও মোথাবাড়ি থানা এলাকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে তাদের রুটমার্চ। নির্বাচনের আগেই জেলার বিভিন্ন প্রান্তে কেন্দ্র বাহিনীর এমন টহলদারিতে অনেকটাই আস্থা প্রকাশ করছেন সাধারণ মানুষ। নির্বাচনের আগে এই ধরনের টহলদারি রুটমার্চ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )