আজকের দিনপঞ্জি

আজকের দিনপঞ্জি

প্রাত্যহিক প্রভাতী শুভেচ্ছা

আজ: ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ৯ মে ২০২৫।

সূর্য উদয়: সকাল ০৫:০৪:১২ এবং সূর্য অস্ত: বিকাল ০৬:০৪:৩৮।
চন্দ্র উদয়: বিকাল ০৩:২৪:১১ এবং চন্দ্র অস্ত: শেষ রাত্রি ০৩:১৬:০৪।

শুক্ল পক্ষ
তিথি: দ্বাদশী (ভদ্রা) বিকাল ঘ ০৩:১৩:২১ দং ২৫/৩০/১০ পর্যন্ত।
নক্ষত্র: হস্তা

কালরাত্রি: ০৮:৪৮:৫২ থেকে ১০:১০:৫৭ পর্যন্ত।

জন্মের সময়ে কন্যা রাশি, বৈশ্য বর্ন, দেব গন, অষ্টোত্তরী বুধের দশা এবং বিংশোত্তরী চন্দ্রর দশা।

শুভ দিন: গৃহপ্রবেশ, নব বস্ত্র পরিধান, দীক্ষা, হলপ্রবাহ ও বীজ বপন, ধান্যচ্ছেদন, ক্রয় শুভ, বিক্রি অশুভ, দোকান আরম্ভ, অন্নপ্রাশন।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস
(২৫ বৈশাখ, ১২৬৮ সন)।
দেশনায়ক গোপালকৃষ্ণ গোখেলের জন্মদিবস
(৯ মে, ১৮৮৬ খৃষ্টাব্দে)।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

দিনটি সফল ও মঙ্গলময় হয়ে উঠুক।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )