আবাকাস ন্যাশনাল ইস্টার্ন ইন্ডিয়া বিজ্ঞেস্ট ম্যাথ কম্পিটিশনে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা

আবাকাস ন্যাশনাল ইস্টার্ন ইন্ডিয়া বিজ্ঞেস্ট ম্যাথ কম্পিটিশনে উত্তীর্ণ পড়ুয়াদের সংবর্ধনা

বাইজিদ মন্ডল: উস্থী:- গত কয়েক বছরের ন্যায় এবছরও মগরাহাট পশ্চিম এলাকার বেশ কিছু স্কুল থেকে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের মাইন্ড মন্ত্র আবাকাস ন্যাশনাল ইস্টার্ন ইন্ডিয়া বিজ্ঞেস্ট্ ২০২৫ ম্যাথ কম্পিটিশন এর আয়োজন করা হয়েছিল। এদিন উস্থী এক সভা কক্ষে বিভিন্ন স্কুলের প্রায় ৭০০ (সাত শত) এর অধিক ছাত্র ছাত্রীরা যারা এই ম্যাথ কম্পিটিশনে বেশ কয়েকজন পড়ুয়া তারা একশতে একশত নাম্বার পেয়ে ছিলেন,পাশাপাশি সকল উত্তীর্ণদের কে সার্টিফিকেট ও মেডেল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন,উস্থি আবাকাস সেন্টারের ইনচার্জ ও পরিচালক সাদিকুল ইসলাম মোল্লা ও সঞ্চালনায় শুভ্রা গুপ্তা,বিশিষ্ট সমাজসেবী আব্দুল রউফ বৈদ্য, ওবাইদুল্লা হালদার এছাড়াও যে সকল স্কুলের শিক্ষক শিক্ষিকা ও কর্ণধাররা ছিলেন তারা হলেন,বর্ণপরিচয় নার্সা ইয়ান এর প্রধান শিক্ষক মহম্মদ আব্দুল্লা খান,নব বেগম রোকেয়া মডেল মিশনের প্রধান শিক্ষক বাপ্পা শেখ, নেতরা আল ইকরা মিশনের কর্ণধার গিয়াস উদ্দিন সেখ, প্যারামাউন্ট ইংলিশ স্কুলের শিক্ষিকা মৌমিতা মন্ডল, শতফুল নার্সারী ও কেজি স্কুলের কর্ণধার আলাউদ্দিন পুরকাইত,চিংড়ি খালি মিম এক্যাডেমি মিশন শিক্ষক শাহানারা খাতুন সহ সকল অভিভাবক ও আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )