জুবলি মোড় থেকে স্কপ গেট পর্যন্ত রাস্তার কাজ শুরু করার দাবিতে জনমত সংগ্রহে নামলো বিজেপি নেতৃত্ব

জুবলি মোড় থেকে স্কপ গেট পর্যন্ত রাস্তার কাজ শুরু করার দাবিতে জনমত সংগ্রহে নামলো বিজেপি নেতৃত্ব

কৌশিক মুখার্জী: আসানসোল:- আসানসোলের জুবলি মোড় থেকে ভগৎ সিং মোড় হয়ে স্কপ গেট পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যার জেরে বেশ কিছুদিন ধরে জুবলি মোড় থেকে দীর্ঘ স্কপ গেট পর্যন্ত রাস্তা কুঁড়ে দেয়া হয়েছে। যার যেরে দুই চাকা ও তিন চাকা সহ বিভিন্ন ধরনের যানবাহন ও পথ চলতি মানুষ সমস্যায় পড়েছে। নিত্যদিন পথ দুর্ঘটনা ঘটছে এই অভিযোগ তুলে দ্রুত রাস্তার কাজ শুরু করার দাবিতে বিজেপির পক্ষ থেকে জনমত সংগ্রহে নামলো আসানসোল বিজেপি নেতৃত্ব।

বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, প্রায়  বিগত ২০ দিন ধরে রাস্তাটি এইভাবে খুঁড়ে দেয়া হয়েছে। যার জেরে নিত্যদিন সমস্যাই পড়ছে সাধারণ মানুষ, প্রতিদিন কোথাও না কোথাও পথ দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। আমরা জেলা শাসক কে জানিয়েছিলাম ,সাত দিনের মধ্যে রাস্তা সারাই এর কাজ শুরু করতে হবে। কয়েকদিন পার হয়ে গিয়েছে। এখনো রাস্তা সারায় এর কাজ শুরু হয়নি। বিজেপির পক্ষ থেকে রাস্তার মোড়ে মোড়ে জনমত সংগ্রহের কাজ শুরু করেছে বিজেপি। রাস্তা সারায়ের কাজ শুরু না হলে আবারো জেলা শাসকের কাছে সাধারণ মানুষকে নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )