
প্রধানমন্ত্রীর দুর্গাপুর সফর, নিমন্ত্রণ নিয়ে জনগণের কাছে অগ্নিমিত্রা পাল
কৌশিক মুখার্জী: আসানসোল:-
আগামী ১৮ জুলাই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী। এই বিশেষ সফরকে স্মরণীয় করে তুলতে তৎপর হয়ে উঠেছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা বিজেপি রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল। নিমন্ত্রণ পত্র হাতে নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন, জনগণকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান জানাচ্ছেন।আসানসোলের হিরাপুর বাজার থেকে শুরু করে রেলের কামরা পর্যন্ত, অগ্নিমিত্রা পাল নিজে উপস্থিত হয়ে নিমন্ত্রণ পত্র বিলি করছেন। ট্রেনযাত্রীদের কাছে হাত জোড় করে তিনি ১৮ জুলাই নেহেরু স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। অগ্নিমিত্রা পাল বলেন, “প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য গর্বের মুহূর্ত। এই সুযোগে আমরা সকলে একত্রিত হয়ে তাঁর সফরকে স্মরণীয় করে তুলব।তিনি আরও জানান, এই অনুষ্ঠানে জনগণের উপস্থিতি এই সফরের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে।এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। হিরাপুরের বাসিন্দা রমেশ মন্ডল বলেন, “এটা আমাদের জন্য গর্বের বিষয় যে প্রধানমন্ত্রী আমাদের শহরে আসছেন। আমরা অবশ্যই এই অনুষ্ঠানে যোগ দেব।” প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ইতিমধ্যেই শহরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনও এই অনুষ্ঠানের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। নিরাপত্তা থেকে শুরু করে জনসাধারণের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অগ্নিমিত্রা পালের এই জনসংযোগ অভিযান প্রধানমন্ত্রীর সফরকে আরও জনমুখী করে তুলছে।আগামী ১৮ জুলাই নেহেরু স্টেডিয়ামে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে প্রস্তুত দুর্গাপুরবাসী।