
চৌরাঙ্গি-মিহিজাম জাতীয় সড়ক সম্প্রসারণ, রূপনারায়ণপুর পর্যন্ত ভূমি অধিগ্রহণে নতুন পদক্ষেপ
কৌশিক মুখার্জী: সালানপুর:-
ঝাড়খণ্ডের চৌরাঙ্গি থেকে মিহিজাম পর্যন্ত জাতীয় সড়ক নম্বর ৪১৯-এর সম্প্রসারণের জন্য জাতীয় সড়ক বিভাগের বিজ্ঞপ্তি জারির পর,সড়ক সংলগ্ন সালানপুর ব্লকের গ্রামীণ এলাকা গুলিতে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে।এই উদ্যোগের লক্ষ্য হল আধুনিক ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, যা অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।অধিগ্রহণকৃত ভূমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য রূপনারায়ণপুর ব্লক কার্যালয়ে দুই দিনব্যাপী জনশুনানি সম্পন্ন হয়েছে।গত ২৫শে জুন সালানপুর ব্লক কার্যালয়ে প্রথম জনশুনানির মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। আগামী ২, ৪, ৮ এবং ১০ই জুলাই আরও জনশুনানির আয়োজন করা হয়েছে,যাতে ভূমি মালিকরা তাঁদের দলিলপত্র জমা দিয়ে ক্ষতিপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।এই পদক্ষেপ জাতীয় সড়ক নির্মাণে গতি আনবে বলে আশা করা হচ্ছে।যাঁরা এই নির্ধারিত দিন গুলিতে উপস্থিত থাকতে পারবেন না, তাঁদের জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে যোগাযোগ করতে হবে।গত বুধবার জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বিশেষ ভূমি অধিগ্রহণ বিভাগের আধিকারিক কমলনাথ রঞ্জন,শ্রাবনী চক্রবর্তী এবং ইয়াসমিন্দর সিং জনশুনানিতে উপস্থিত ছিলেন।এই শুনানিতে ৫০-এরও বেশি ভূমি মালিক তাঁদের দলিলপত্র জমা দিয়েছেন। তবে, আধিকারিকরা জানিয়েছেন, অনেকের ফর্ম সঠিকভাবে পূরণ না হওয়া, প্রয়োজনীয় দলিলপত্রের অভাব এবং অসম্পূর্ণ দলিল জমা পড়ায় সঠিক দলিল জমাকারীর সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।এই প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায় সঙ্গত ভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে সব ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে।ভূমি মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে,তাঁরা যেন নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় দলিলপত্র জমা দিয়ে এই উন্নয়ন প্রকল্পের অংশ হন।জাতীয় সড়ক নম্বর ৪১৯-এর এই সম্প্রসারণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।