কন্যা রূপেন

সঙ্গীতা কর (কলকাতা)

একদিন এক দূর দেশে
পাহাড় ঘেরা গাঁয়ে
পথ হারিয়ে দেখি এক
বালিকা গাছের ছায়ে।

গলা উঁচিয়ে বললাম তাকে
আমায় একটু সাহায্য করতে পারো?

সে বললে

খুব পারি তাঁবুর পথটি ধরো।
খেতে দেবো থাকতে দেবো
দেবো নিরাপদের বাস
ভয় নেই আমার কাছে
হবে না সর্বনাশ।

আচ্ছা তোমার নামটা কি?
যদি বলো আমায়
ডাকতে তবে সুবিধা হয়
কথা বলার সময়।

আমার নাম অনেক কিছু
কোনটা তোমায় বলি?
এসো এসো, তারপরে
তালিকা নিয়ে চলি।

হাঁটছি পথে পাশাপাশি
তাকিয়ে তার পানে
আপন নয় অচেনা সে
তবুও মন আপন মানে।

শোনো তবে একটা একটা

(কথার ছড়ালো ফুলঝুরি
নিঃশব্দে শুনতে রইলাম
তার শব্দের বাহাদুরি)।

আমার নাম ‘স্নেহ’
আমার মতো আদর যত্ন
পারে না দিতে কেহ।
আবার তুমি চাইলে আমায়
মমতা বলতে পারো
মায়ের মতো আগলে রাখি
সরিয়ে অন্ধকার-‌ও।
কেউ আবার মায়া বলে
কেউ বলে ছায়া
সংসারে আমি না থাকলে
প্রাণহীন লাগে কায়া।
কেউ বলে কামনা আমায়
আমি আকর্ষণের বিন্দু
আমায় পেতে পুরান পুরুষ
পার করেছে সিন্ধু।
আমার দেহে আগুন আছে
আছে পাওয়ার লালসা
আমার প্রেমে পাগল মজনু
আমি ‘ভালোবাসা’।
আমায় যদি বাসনা ডাকো
জেগে উঠবে ইতিহাস
পৃথ্বীরাজ আর শাহজাহান
রেখে গেছেন আভাস।
আর যদি মমতা ভাবো
বইবে ভালোবাসার নদী
বহন করি স্নেহ, মায়া
জীবন জুড়ে নিরবধি।
যদি আমায় ক্রোধ ভাবো
তাহলে আমি দেবী
অসুর নিধনে আমার ক্রোধ
পেয়েছে পূজার বেদী।

এই পর্যন্ত শুনে শেষে থামিয়ে দিয়ে বলি

বেশ বুঝেছি বেশ বুঝেছি
ওগো মিষ্টি কন্যে
এই পৃথিবী বাসযোগ্য আজ
তোমার গুণের জন্যে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )