
সালানপুর ব্লকে হুল দিবস পালন
কৌশিক মুখার্জী: সালানপুর:-
সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সালানপুর ব্লক আদিবাসী সেলের তরফে ১৭১তম হুল দিবস পালন করা হয় আল্লাডিতে।এদিন অনুষ্ঠানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,জেলা পরিষদ সদস্য বেবি মণ্ডল,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।এদিন অনুষ্ঠানের সুভারম্ভ হয়,পতাকা উত্তোলন এবং বীর সিধু কানু চিত্রতে মাল্যদান করেন।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন ভারতবর্ষকে স্বাধীন করতে আদিবাসী সমাজের অবদান প্রচুর।ভারতবর্ষকে স্বাধীন করতে বীর সিধু কানু সহ বহু মানুষের প্রাণ গিয়েছে।তাই প্রতি বছরের মত এই বছরও তাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো।