হাঁটছে সবাই

সমীরন দাস (কলকাতা)

হাঁটছি আমি, হাঁটছো তুমি
হাঁটছে সবাই আগে পিছে
লাভ খুঁজছি, লস খুঁজছি
হাঁটার মজা খুঁজিনি যে

ধর্মা ধর্মের করি বড়াই
আসল ধর্ম কজন জানি
লালন করি পালন করি
সঠিক জ্ঞানে কজন মানি

হাঁটছি সবাই হাঁটার বেগে
গা ভাসিয়ে চোরা স্রোতে
নতুন কিছু করতে হবে
বেকার কে যায় বাতলামিতে

খাচ্ছি-দাচ্ছি আছি তো বেশ
একটু হাঁটবো লোকে জানুক
মিটিং মিছিল পথসভায়
সবাই সবার মুখোশ টানুক

এমন করে হাঁটার ঝোঁকে
যেদিন সবার বাড়বে বাতিক
ধর্ম ফিকির, নয় প্রতিবাদ
তকমা পাবে রাজনৈতিক

ক্রমে ক্রমে হাঁটার গতি
একদিন সব যাবে কমে
আমি তুমি আমরা সবাই
হাঁটবোনা আর ক্রমান্বয়ে ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )