অভিমানী কান্না
শিবানী ঘোষ (কলকাতা)

অভিমানী কান্নারা, পশরা সাজিয়ে চোখের কোনেতে করে আছে ভীড়;
হয়তো অপেক্ষায় আছে বৃষ্টির
ভাসাবে বন্যায় সাধের নীড়।
পূর্ণিমার স্নিগ্ধ ধারায় আঁচল বিছায়ে
বেশ ছিলাম একাকী গৃহকোণে;
কোন্ পথ দিয়ে তমসা এলো চুপি চুপি আমার মনে।
অসহায় আমি ইচ্ছে গুলোর গলা চেপে ধরে মারি ;
কোথা থেকে আসে আরও ভেসে ভেসে ইচ্ছের কুঁড়ি বুঝতে যে নারি।
আলগা বাঁধনে বেঁধে রেখে দিয়ে
আনমনে থাকি বসে; দমকা হাওয়ায় বাঁধন খুলে
ছড়িয়ে পড়ে অট্ট হেসে।
এক এক করে যত্নে তুলে আবার করি যে জড়ো ;
জানালার ধারে তুলে রেখে দেখি আঁখি জলে ভরো ভরো।
বেদনার কথা বলার সাথী নেই যে আমার কাছে ;
পথ পানে লুকাই চাই বুঝি ধরা পড়ে পাছে।।
CATEGORIES কবিতা