রূপসী রাত
সুনন্দা হালদার (কলকাতা)

শ্রাবণ রিমঝিম তালে নুপুর বাজিয়েছে সারাদিন।
বিকেলের সূর্যটা একটু সুযোগ পেতেই
গোধূলিকে সাজিয়েছে মনের মত।
শেষে তৃপ্তির হাসি হেসে, ময়ূরকণ্ঠী জলে
দিয়েছে ডুব…
দিনের আলো মুখ ফেরালো
বিশাল সবুজ পাত্রে অন্ধকার ঢেলে,
নেমে এলো আবার রাত্রি।
ঘুমভাঙা চোখে জেগে সারারাত,
মায়াবী রাতের আমি এক, বিনিদ্র যাত্রী।
রূপসী রাত চাঁদের সাথে, করছে যেনো খেলা
হাজার তারার ভিড়ে, আকাশেতে মেলা।
সরিয়ে পাতা উঁকি দেয়; কৃষ্ণাতিথির চাঁদ,
অন্ধকারে ঘুরছে প্রেত, ঘুরছে অবসাদ।
দূর হতে ভেসে আসে হাসনু হানার গন্ধ
উদাসীন রাতের মায়া, লাগছে না যে মন্দ।
রাতচরা পাখিদের কর্কশ স্বরে,
ভুঁইফোড় ইঁদুরেরা ভয়ে ছুটে মরে।
হাজার হাজার গাছের পাতা, রাতের গল্প বলে
বনের মাথায় পাতায় পাতায়, ভোরের আলো জ্বলে।
রাতজাগা দুটো চোখ অপার বিস্ময়ে
রাতের মোহিনী রূপ দেখলো বিভোর হয়ে।
CATEGORIES কবিতা