
বিজেপির বিক্ষোভ কর্মসূচি – তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ
রিমা ঘোষ, আমতা, হাওড়া:- সমবায় নির্বাচন, আবাস যোজনা সহ বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি, বিজেপি সমর্থকদের জল জীবন মিশন প্রকল্প থেকে বঞ্চনা, নিকাশি ব্যবস্থা বন্ধ করে অবৈধ বাড়ি নির্মাণ, বেহাল রাস্তা সহ একাধিক দুর্নীতির প্রতিবাদে গত সোমবার হাওড়া জেলা গ্রামীণ বিজেপি এক অবস্থান বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। জেলা ও ব্লক নেতৃত্বের উপস্থিতিতে বিজেপির সদস্যরা আমতা চাঁদনি অটল ভবনের সামনে জমায়েত করে। পরে ওখান থেকে বিডিও অফিস পর্যন্ত একটি মিছিল করে এবং বিডিও অফিস সংলগ্ন সিটিসি বাস স্ট্যান্ডে বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে বিজেপির নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয়। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, যেসব গরীব মানুষ প্লাস্টিকের ছাউনির নীচে বসবাস করেন তৃণমূল কংগ্রেস তাদের জন্য আবাস যোজনায় প্রাপ্য বরাদ্দ আত্মসাৎ করছে। পরিবর্তে আবাস যোজনায় বাড়ি পেয়েছে যাদের দোতলা বাড়ি আছে তারা এবং তৃনমূল কংগ্রেসের বিত্তবান সমর্থকরা। তার দাবি স্বয়ং বিডিও এই দূর্নীতির সাথে যুক্ত আছেন। এরই প্রতিবাদে আমাদের জেলা নেতা দেবাশিষ সামন্ত এই বিক্ষোভ সমাবেশের ডাক দেন। তিনি আরও বলেন, মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী একজন সন্ত্রাসবাদী নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে ওদের মত গুন্ডা, মাস্তানদের দলে ঠাঁই দিযেছেন। যেভাবে বৃষ্টিকে উপেক্ষা করেও দলের নেতা-কর্মীরা দলে দলে এই কর্মসূচিতে যোগদান করেছেন তার জন্য তিনি দলীয় কর্মীদের প্রশংসা করেন। অন্যদিকে, শাসকদল তৃণমূলের পক্ষ থেকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের বক্তব্য, দূর্নীতির তদন্ত করার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এইরাজ্যে দেড় শতাধিক তদন্ত কমিটি পাঠানো হয়েছিল। তাদের রিপোর্ট কোথায়? আসলে বিজেপিকে ভোট না দেওয়ার অপরাধে এইরাজ্যের সাধারণ মানুষকে বঞ্চনা করা এবং বিজেপি শাসিত রাজ্যগুলোর দূর্নীতি চাপা দিতে বিজেপি এইসব অর্থহীন অভিযোগ করছে। তাদের দাবি, এরপরও আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে খালি হাতেই ফিরতে হবে। সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ ব্যবস্থা ছিল।
