সে কথা

বিদিশা চৌধুরী (কলকাতা)

যে কথা বলার ছিল
হয়নি বলা তা যে,
শব্দ গুলো বড্ডো পাজি
শুধুই আড়াল রাখে।
বৃষ্টি ভেজা এই সকালে
মনের আবেশ জুড়ে
শব্দ কে আজ রাখবো বেঁধে
ছন্দে সুরে গেঁথে।
সুর গুলো আজ বড্ডো নরম
এক সুতোতে গাঁথা,
থরে থরে রাখবো সে সুর
মনের আকুলতায়।
আজ বৃষ্টির এই দিন টায়
পড়ছে সে সুর ঝরে,
বাদল বাতাস বইছে ধিরে
মনের কোনে কোনে।
মেঘলা সুরে গাইছে এ মন
খাম খেয়ালির গান।
এই গানেতেই সুর হয়ে তুই
থাকিস চিরকাল।।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )