আসানসোল পুরনিগম ও আড্ডায় প্রশাসনিক রদবদল – এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

আসানসোল পুরনিগম ও আড্ডায় প্রশাসনিক রদবদল – এলাকায় মিশ্র প্রতিক্রিয়া

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, আসানসোল, পশ্চিম বর্ধমান -: সম্প্রতি এক সরকারি নির্দেশে আসানসোল পুরনিগমের কমিশনার এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের (আড্ডা) মুখ্য কার্যনির্বাহী আধিকারিক পদে গুরুত্বপূর্ণ রদবদল হলো। বর্তমান পুর কমিশনার রাজু মিশ্রকে রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তরের সচিব পদে বদলি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন অদিতি চৌধুরী (আইএএস)। সরকারের পক্ষ থেকে একে রুটিন বদলি বলা হয়েছে। একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক হিসেবে পরিচিত অদিতি দেবী এর আগে মহিলা ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় প্রশাসনিক ও নাগরিক মহল মনে করছেন তার কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আসানসোল পুরনিগম ও আড্ডার উন্নয়নের কাজে আরও গতি নিয়ে আসবে। বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকার শিল্পে গতি আনার জন্য বেশ কিছু সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছে। মনে করা হচ্ছে রাজু মিশ্রের অভিজ্ঞতা রাজ্যের শিল্পোন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। যদিও এই প্রশাসনিক রদবদল নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারও মতে এই পরিবর্তন এলাকায় উন্নয়নের কাজে নতুন গতি আনতে পারে। আবার কেউ কেউ মনে করছেন আগে প্রশাসনিক কাজে ধারাবাহিকতা না থাকার জন্য এই রদবদল করা হয়েছে। তবে সবার আশা নতুন কমিশনারের হাত ধরে এলাকায় দ্রুত উন্নয়নমূলক কাজ সাধিত হবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )