
আসানসোলে অবৈধ কাঠগোলায় বন দফতরের জোরদার অভিযান,বিপুল পরিমাণে বাজেয়াপ্ত কাঠ
কৌশিক মুখার্জী: সালানপুর:-
পশ্চিম বর্ধমানের লালগঞ্জের আসানবনি মোড়ে অবস্থিত একটি অনুমোদনহীন কাঠ গোলায় বুধবার বিকেল থেকে বন দফতরের তরফে ব্যাপক অভিযান চালানো হয়।এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।ডিভিশনাল ফরেস্ট অফিসার(ডিএফও)ডাক্তার অনুপম খাঁ ফোনের মাধ্যমে জানান এই কাঠ গোলাটির কোনও বৈধ সরকারি অনুমতি নেই।মালিককে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তা আমলে নেননি, যার ফলে বন দফতর কঠোর পদক্ষেপে নামতে বাধ্য হয়েছে।অভিযানে সরিষাতলি ও গৌরাণ্ডি বিট অফিসারদের পাশাপাশি রেঞ্জ অফিসার এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।সূত্রের খবর বিপুল পরিমাণে অবৈধ কাঠও বাজেয়াপ্ত করা হয়।তবে এই অভিযান প্রসঙ্গে কিছু মন্তব্য করেনি বিট অফিসারা থেকে বন কর্মীরা।তবে এই প্রসঙ্গে নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তেওয়ারি বলেন পঞ্চায়েত থেকে বর্তমানে কোন অনুমতি এই কাঠগোলার দেওয়া হয়নি। তবে পূর্বে যদি কোন অনুমতি দিয়ে থাকা হয় তা তার জানা নেই।


