রূপনারায়নপুর পুলিশের বড় সফলতা,হাতেনাতে ধরল তিন চোর

রূপনারায়নপুর পুলিশের বড় সফলতা,হাতেনাতে ধরল তিন চোর

কৌশিক মুখার্জী: সালানপুর:-

কিছুদিন যাবৎ রূপনারায়নপুর হিন্দুস্তান কেবলস এলাকায় পিএইচই এর জলের পাইপ চুরির ঘটনা শোনা যাচ্ছিল। কিন্তু কোন মতেই কে বা কারা এই জলের পাইপ চুরি করছে তা জানা যাচ্ছিল না। সিসিটিভি ও নিজস্ব সূত্র কাজে লাগিয়ে। গতকাল রাতে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হাতেনাতে ধরে ফেলে সেই চোরের দলকে।ধৃত পিন্টু কিসকু (27) হলুদ কানালির বাসিন্দা, বুধিনাথ কিসকু (30), বিজয় মারান্ডি (24) সস্তা বারাবনি ঘোল কেয়ারীর বাসিন্দা বুধবার রাতে তারা আবারও পাইপ চুরি করতে বেরিয়েছিলেন। কিন্তু সেই কাজে তারা সফল হতে পারেনি কারণ পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে হাতেনাতে ধরে ফেলে। বৃহস্পতিবার তাদের আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। এবং পরবর্তী জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে পুলিশি হেফাজতের আরজি জানানো হয়।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )