সস্তা কবি

টুম্পা পাল (উত্তরপাড়া, হুগলী)

আমি সস্তা কবি রাত্রি জেগে
নষ্ট করি ঘুম।
কবিতা আমার ঘটি গরম,
সেটাই বেচার ধুম।

পান্ডুলিপির পাতায় পাতায়
নাম কামানোর ঝড়,
ঝাঁচকচক মলাট ঘেরা
খুঁজতে থাকে ঘর।

থুক্কি থুক্কি ঘর নয় তা
সাধের আপন বই,
কল্পনাতে চড়তে থাকি
হাজার হাজার মই।

শত শত বিজ্ঞাপনে
আশার গায়ে জ্বর,
সবাই বলে আসুন আসুন
এটাই নিজের ঘর।

এত মধুর আপ্যায়নে
কি আর বলি কাকা
সস্তা কবির দুঃখ শুধু
পকেটটা তার ফাঁকা।

থাকলে টাকা সস্তা কবি
মস্ত হয়ে যাবে,
ফেসবুকেতে আমার মতই
নইলে খাবি খাবে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )