দোহাই তোমায়

সোমেন চ্যাটার্জ্জী (কলকাতা)

কেমন আছো বৃষ্টি তুমি?
গোমড়া মুখে দেখছো টা কি,
আসবে বলে এলে না তো
পার্লারেতে, লেট হল কি।

গাছের সবুজ পাতাগুলো
না পেয়ে তোমায়,ঝলসে গেছে,
কীটপতঙ্গ জীব জন্তু সবাই
কী দুর্বিষহ বিপদে আছে।

প্রখর তাপে ফাটছে মাটি
পরিবেশটা নেই, পরিপাটি,
দহন জ্বালায়, জীব জগতে আজ
তোমায় পাবার ছুটোছুটি।

শিশু থেকে বৃদ্ধ সবাই
তোমার আসার অপেক্ষায়,
লক্ষ্মীটি, দোহাই তোমায় দেরি করো না
ওষ্ঠাগত জীবন প্রায়।

তোমার রূপে দাও ভিজিয়ে
প্রকৃতি আর জন জীবন,
তোমার পরশে,শীতল হব
স্বস্তির নিঃশ্বাস নেব, সারাক্ষণ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )