
এক নম্বর ব্লকের পঞ্চগ্রাম হাসপাতাল মোড়ে একুশে জুলাই উপলক্ষে প্রস্তুতি সভা
বাইজিদ মন্ডল: ডায়মন্ড হারবার:- ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক সভা। শহিদ তর্পণের লক্ষ্যে এই মহাসমাবেশ। উল্লেখ্য,১৯৯৩ সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে যা পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।প্রতি বছরের মতো এবারও এই সমাবেশের প্রস্তুতিতে বহু আগে থেকেই জোরকদমে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস,প্রস্তুতি এখন প্রায় শেষ লগ্নে। এই দিনটি তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মী,সমর্থক সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাঁর আগে চলতি বছরে এই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেগা চমক দেবেন কি-না,সেই দিকেই তাকিয়ে দলীয় নেতৃত্ব,কর্মী সমর্থকরা।সেই উপলক্ষে ডায়মন্ড হারবার বিধানসভার সকল এলাকার পাশাপাশি এক নম্বর ব্লকে শুরু হয়েছে প্রস্তুতি পথ সভা অনুষ্ঠান।আজ ১৭ ই জুলাই ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ এর ব্যবস্থাপনায় এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাসুল ডাঙ্গা অঞ্চলে পঞ্চগ্রাম হাসপাতাল মোড়ে একটি একুশের প্রস্তুতির পথ সভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমোহিণী বিশ্বাস,ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,ডায়মন্ড হারবার দুই নম্বর ব্লকের দলীয় সভাপতি অরুময় গায়েন,টাউন তৃণমূলের সভাপতি সৌমেন তরফদার,এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি গৌতম অধিকারী,এক নম্বর ব্লকের যুব সভাপতি মিজানুর রহমান,এক নম্বর ব্লকের দলীয় সভাপতি সন্দ্বীপ সরকার,দুই নম্বর ব্লকের যুব সভাপতি অভিষেক ব্যানার্জি,টাউন যুব সভাপতি পুষ্পেন্দু মন্ডল,শ্রমিক সংগঠনের দুই নম্বর ব্লক সভাপতি হাসিবুল মোল্লা, বাসুল ডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার,উপপ্রধান সুজা উদ্দিন সাঁপুই,যুব সভাপতি মেহবুব হোসেন মোল্লা,এছাড়াও ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের সকল প্রধান,উপপ্রধান, সদস্য,সদস্যা ও অগণিত দলীয় কর্মী সমর্থক সেই সঙ্গে সাধারণ মানুষজন। এদিন এই ২১শে জুলাইকে সামনে রেখে বক্তব্য তুলে ধরেন ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ,জেলা সাংগঠনিক সভানেত্রী মনমোহিনি বিশ্বাস,থেকে শুরু করে স্থানীয় দলীয় নেতৃত্ব। এই মেগা সমাবেশ সফল করতে ডায়মন্ড হারবার বিধানসভা থেকে গত বছরের তুলনায় এবারে রেকর্ড করে প্রায় কুড়ি হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শহীদ তর্পনের লক্ষ্যে এই সমাবেশে হাজির হবে বলে জানান ডায়মন্ড হারবার বিধানসভার দলীয় পর্যবেক্ষক সামিম আহমেদ।