
অমৃত ভারত স্টেশন এর পরিকাঠামো খতিয়ে দেখতে পৌঁছালেন এজিএম সৌমিত্র মজুমদার
সংবাদদাতা: পুরুলিয়া:- অমৃত ভারত স্টেশন এর পরিকাঠামো খতিয়ে দেখতে সরজমিনে পৌঁছালেন দক্ষিণ পূর্ব রেলের এজিএম সৌমিত্র মজুমদার। বুধবার দুপুর বারোটা নাগাদ সেলোন কারে চান্ডিল হয়ে আদ্রা ডিভিশনের বরাভূম রেল স্টেশনে এসে পৌঁছান তিনি। এরপর বরাভুম রেলস্টেশনের স্টেশন মাস্টার ও উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গোটা স্টেশন চত্বর ঘুরে দেখেন তিনি।এদিন এজিএম আসার খবরে স্টেশনে এসে পৌঁছায় বলরামপুর নাগরিক মঞ্চের সদস্যরা ও তৃণমূল কংগ্রেসের ব্লক যুব সভাপতি।তারা বরাভূম স্টেশনের অদুরে থাকা রেল গেটের ভোগান্তির কথা তুলে ধরেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের কাছে। শুধু তাই নয় পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনটি কে বরাভূমে স্টপেজ দেওয়ার দাবিও জানান। যদিও এই বিষয়টি নিয়ে কেবল আশ্বাসই দিচ্ছে,সমাধান না! এ বিষয়ে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৌমিত্র মজুমদারকে জিজ্ঞাসা করা হলে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি কিছু বলতে চাননি। রেলের উচ্চ থেকে উচ্চপদস্থ কর্মকর্তা নয় খোদ রেলমন্ত্রীর আশ্বাসেও ভিজলো না চিড়ে। এমনটাই মনে করছেন রেল গেটে জেরবার জনসাধারণ।
