
ভেঙে পড়ল পানীয় জল সরবরাহের পাইপলাইন, আতঙ্কিত এলাকাবাসী
রামকৃষ্ণ চ্যাটার্জী, বার্ণপুর, পশ্চিম বর্ধমান-: হঠাৎ ভেঙে পড়ল বার্ণপুরের কালাঝাড়িয়ার দামোদর নদীর উপর থাকা জল সরবরাহ করার পাইপলাইন বাহী সেতু। আটকা পড়েন সেতুর অপর পাশে থাকা শ্রমিক গৌতম মাঝি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় বাসীন্দারা। তারা আটকে পড়া শ্রমিককে উদ্ধারের দাবি জানাতে থাকে। হীরাপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দলের সহায়তায় শেষপর্যন্ত আটকে থাকা শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে
পৌঁছান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল ও রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জ্জী। তার অভিযোগ অবৈধভাবে বালি উত্তোলন, কাটমানি ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাব জনিত কারণে এই ঘটনা ঘটেছে। বিধায়িকা বলেন, এটি একটি মানবসৃষ্ট বিপর্যয়। নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের কারণে সেতুর স্তম্ভগুলি দুর্বল হয়ে পড়ে। তৃণমূল কংগ্রেস সরকারের কাটমানি নীতির কারণে সাধারণ মানুষের জীবনের কোনও মূল্য নেই। এই পাম্প হাউসের মাধ্যমে ৪টি ব্লকের ৫২টি গ্রামে জল সরবরাহ করা হয়। সেতু ভেঙে পড়ার ফলে এলাকার মানুষ পানীয় জল পাবেনা।

প্রসঙ্গত কালাঝরিয়ায় এই পিএইচই পাম্প হাউসটি বহু বছরের পুরনো। মূল পাইপলাইনটি আনার জন্য সেখানে একটি লোহার সেতু তৈরি করা হয়েছিল। নদীর জলস্তর বেড়ে যাওয়ার জন্য
চাপজনিত কারণে সেতুটি মাঝখান থেকে ভেঙে নদীতে পড়ে যায় এবং মূল লাইনটি ভেঙে যায়। এই ঘটনায় কীভাবে পানীয় জল সরবরাহ করা হবে সেটা ভেবে প্রশাসনের সঙ্গে সঙ্গে শহরবাসী উদ্বিগ্ন।