
কয়েক দফা দাবিকে কেন্দ্র করে রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারীকের হাতে স্মারকলিপি তুলে দিলেন পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ
সত্যনারায়ন সিং,রানীগঞ্জ:- পশ্চিমবঙ্গ রাজ্য থেকে জেলার প্রত্যেকটি কোনায় দেখা যাচ্ছে আদিবাসীদের বিক্ষোভ ও আন্দোলন। দাবি একটায় আদিবাসীরা হচ্ছে বঞ্চিত। দিকে দিকে দেখা যাচ্ছে ভুরি ভুরি ফেক এসটি সার্টিফিকেট জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। বিভিন্ন জায়গায় আদিবাসীদের চাষযোগ্য জমিতে জমি মাফিয়া দের দাপট। জমি মাফিয়াদের দের রমরমা ব্যবসা। হাল ছাড়েন নি বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃত্ব রাও। চলছে বিভিন্ন সরকারি দপ্তরে ডেপুটেশন। এদিন এমনই এক চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার অন্তর্গত রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারীকের দপ্তরে।পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিকের হাতে তুলে দিলেন ১১ দফা দাবিকে কেন্দ্র করে স্মারকলিপি। প্রতিনিধিদের হাতে দেখা যায় আদিবাসী অধিকার মঞ্চের পতাকা। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জয় হেমব্রম, রানীগঞ্জ ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি রেবু মুর্মু, মঙ্গল হেমব্রম, কান্তি মুর্মু সহ অন্যান্যরা। তারা দাবি করেন রানীগঞ্জ ব্লক স্তরের সকল আদিবাসীদের বাস্তু ও কৃষি পাট্টা প্রদান করতে হবে। প্রত্যেকটা আদিবাসী এলাকাই জাহের থান ও মাঝিথান এর পাট্টা প্রদান করতে হবে এবং সরকারি ব্যায়ে জাহের থান ও মাঝি থান নির্মাণ করতে হবে। এদিকে রানীগঞ্জ ব্লক পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ সংগঠনের সম্পাদক সঞ্জয় হেমব্রম জানান, ডামালিয়া – হাড়াভাঙ্গা, নুপুর, নারান কুড়ি, তিরাট নদীর তীরবর্তী আদিবাসীদের শ্মশান এলাকায় বালি স্টক করা হচ্ছে এই বিষয়ে বিশেষ করে বিডিও সাহেব কে জানানো হয়েছে যাতে আদিবাসী শ্মশানগুলোকে সুরক্ষিত রাখা হয়। আদিবাসী দপ্তর থেকে আদিবাসীদের উন্নয়নের জন্য আদিবাসী এলাকার জন্য যে টাকা বরাদ্দ করা হয় তার ব্যায় এর ব্যবস্থা করতে হবে। এদিকে আরো জানান ফেক এস টি সার্টিফিকেট এর মাধ্যমে যারা সরকারি সুযোগ-সুবিধা নিয়েছে এবং সরকারি চাকরিতে নিয়োগ হয়েছে সেই ফেক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং চাকরি থেকে বরখাস্ত করতে হবে। অন্যদিকে রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিক শুভদীপ গোস্বামী জানান, অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখে গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হবে।


