জাতীয় সড়কে আবার ধস, এথোড়া মোড়ে রাস্তার উপর গর্ত

জাতীয় সড়কে আবার ধস, এথোড়া মোড়ে রাস্তার উপর গর্ত

সংবাদদাতা: আসানসোল:- মঙ্গলবার সকালে জাতীয় সড়কের এথোড়া মোড়ে ধস নামার ফলে আবারও গর্ত হয়ে গেলে জাতীয় সড়ক কতৃপক্ষর কাছে খবর পাঠানো হলে কতৃর্পক্ষ থেকে লোক এসে পর্যবেক্ষণ করছে এবং খুব দ্রুত মেরামতের কাজ শুরু হবে বলে জানান। 

মাসের প্রথমে জাতীয় সড়কের চন্দ্রচূড় মন্দিরের কাছে ধস নেমে গর্তের সৃষ্টি হয়েছিল মঙ্গলবার আবার জাতীয় সড়কে এথোড়া মোড়ে ধস নেমে গর্তের সৃষ্টি হয়। জাতীয় সড়কে গাড়ী চালকেরা আতঙ্কিত হয়ে গাড়ী চালাচ্ছেন।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )