
মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতিমূর্তিতে মাল্যদান করলেন মেয়র
সংবাদদাতা: আসানসোল:- হিন্দি উর্দু জগতের স্বনামধন্য কবি সাহিত্যিক ধনপত রাই বা মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে আসানসোল পৌরনিগম মোড়ে এবং বার্ণপুরের পুরানিয়া তলাবের কাছে মুন্সী প্রেমচাঁদের প্রতিমূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়। আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, মেয়র পরিষদের সদস্য তথা হিন্দি এ্যাকাডেমির দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান ৩১ শে জুলাই হিন্দি জগতের স্বনামধন্য কবি ও সাহিত্যিক মুন্সী প্রেমচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌরনিগমের মোড়ে তার মূর্তিতে মাল্যদান করা হয় এবং বার্ণপুরের পুরানিয়া তলাবের কাছে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বার্ণপুরে এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির এবং বাচ্চাদের কিটস দেওয়া হয়। দুপুর পর্যন্ত ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত জানান মুন্সী প্রেমচাঁদ ১৮৮০ সালের ৩১ শে জুলাই বেনারসে জন্ম গ্রহণ করেছিলেন তিনি তদানীন্তন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কবিতা ও সাহিত্যের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করতে পেরেছিলেন, তার রচিত কবিতা ও সাহিত্য বর্তমান প্রজন্ম তার অনুপ্রেরণাতে চললে অনেক কিছু শিখতে পারবে।

