
দূর্গাপূজার অনুদান বেড়ে ১লক্ষ ১০হাজার টাকা, খুশী পূজা কমিটিগুলো
নিজস্ব সংবাদদাতা: আসানসোল:- আসন্ন দূর্গাপূজার আগে প্রত্যেক বছর রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দূর্গাপূজার জন্য পূজা কমিটিগুলোকে অনুদান সহ বিভিন্ন সরকারি দপ্তরের বিলের উপর ছাড়ের ঘোষণা করেন। ২০২৪ সালে মমতা ব্যানার্জী ৮৫ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার মূখ্যমন্ত্রী কলকাতার এক সভা করে দূর্গাপূজার অনুদান সহ বিভিন্ন অনুষ্ঠানের কথা ঘোষণা করেন এবং সেই অনুষ্ঠান রাজ্যের সমস্ত পূজা কমিটি ভার্চুয়াল দেখেন। আসানসোলের রবীন্দ্র ভবনে মমতা ব্যানার্জীর এই ভার্চুয়াল অনুষ্ঠানের সম্প্রসারিত হয় এবং সেই অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি হরেরাম সিং, তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক ভি শিবদাসন দাশু, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউড়ী, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী সহ সমস্ত পুলিশ আধিকারিক এবং বিভিন্ন দূর্গাপূজা কমিটির সদস্যরা। ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান প্রত্যেক বছর দূর্গাপূজার প্রাক্কালে মমতা ব্যানার্জী অনুদানের কথা ঘোষণা করেন এই বছর তিনি এক লক্ষ দশ হাজার টাকা ঘোষণা করেছেন সাথে বিদ্যুৎ দপ্তরের বিলের উপর আশি শতাংশ মুকুবের কথা ঘোষণা করেছেন, তার এই ঘোষণাতে খুশী পূজা কমিটি, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান মমতা ব্যানার্জী পূজা অনুদান ঘোষণাতে খুশী সব পূজা উদ্দ্যোক্তারা। আগামী ৫ অক্টোবর পূজা কার্নিভালের কথা ঘোষণা করেছেন মমতা ব্যানার্জী।



