স্বাধীনতা দিবসে চারাগাছ বিতরণ করল গুসকরা বিষাণ ক্লাব

স্বাধীনতা দিবসে চারাগাছ বিতরণ করল গুসকরা বিষাণ ক্লাব

সৌভিক সিকদার, গুসকরা, পূর্ব বর্ধমান-:

        ক্রমাগত বেড়েই চলেছে গ্রীষ্মকালীন উষ্ণতা। পরিবেশবিদদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণের একমাত্র উপায় হলো বৃক্ষরোপণ। সেই পরামর্শ মাথায় রেখে এবং ৭৯ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে গুসকরা বিষাণ অ্যাথলেটিক্ ক্লাবের পক্ষ থেকে পথ চলতি মানুষের হাতে  ২০০ টি চারাগাছ তুলে দেওয়া  হলো। পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়।

     পাশাপাশি ক্লাব সদস্য সহ সাধারণ মানুষের উপস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ঘোষ। দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

        চারাগাছগুলি বিতরণের সময় উপস্থিত ছিলেন গুসকরা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শিশির কুমার ঘোষ, বিষাণ অ্যাথলেটিক্ ক্লাবের সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী, নীলমাধব দাস, অরূপ অধিকারী, সজ্ঞীব বাছার, ক্লাব সম্পাদক সৌগত গুপ্ত সহ ক্লাব পরিচালিত ক্রিকেট ক্যাম্পের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। 

       সৌগত বাবু বললেন, সারা বছর ধরে আমরা জেলার বিভিন্ন প্রান্তে রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন, চারাগাছ বিতরণ সহ বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকি। ৭৯ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতে আমরা এই উদ্যোগ নিলাম। শুধু চারাগাছ রোপণ নয় সেগুলি নিয়মিত পরিচর্যা করার জন্য আমরা সবার কাছে আবেদন করি।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )