বিজেপির পক্ষ থেকে তুলসী চারা ও হনুমান চালিসা বিতরণ

বিজেপির পক্ষ থেকে তুলসী চারা ও হনুমান চালিসা বিতরণ

ফাইনাল এক্সপোজার: আসানসোল:- সোমবার আসানসোলের ধাদকা এলাকায় বিজেপির জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্যর নেতৃত্বে ধাদকার ৩০০ বাড়ীতে তুলসী গাছের চারা ও হনুমান চালিসা বিতরণ করা হয়। জেলা সভাপতি দেবতানু ভট্টাচার্য জানান কিছুদিন আগে বিজেপির কর্মী জিতেন্দ্র তিওয়ারি পান্ডবেশ্বর এলাকায় তুলসীগাছের চারা ও হনুমান চালিসা বিতরণ করেছিলেন আজ ধাদকা এলাকায় বিজেপির পক্ষ থেকে তুলসীগাছের চারা ও হনুমান চালিসা বিতরণ করা হয়েছে। তিনি জানান হনুমান চালিসা পাঠ করলে ভূত প্রেতের প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। জিতেন্দ্র তিওয়ারি জানান আসানসোল উত্তর বিধানসভার সফি মোড় থেকে ৩০০ লোকের বাড়ীতে তুলসীগাছ ও হনুমান চালিসা বিতরণ করা হয়েছে।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )