“কলঙ্কিনী প্রিয়া”

শুভা রায় (কলকাতা)

কেমনে তোমারে করি গো বিরত,
হে নাথ মোর হৃদয় হরণে!
ছল করে প্রিয় আমিও তো যাই
যমুনার ঘাটে গাগরি ভরণে!

দিনরাত মুখে বাঁশিটি নিয়ে
হৃদ আঙিনায় দাও হানা,
মন যে আমার রয় না ঘরে
মানে না বারণ, মানে না মানা !

পাড়া প্রতিবেশী করে কানাকানি,
মরে যাই আমি লাজে,
সারা দিনমান উদাস নয়ন,
মন নেই কোনো কাজে !

পরের ঘরের ঘরণী আমি
তুমি কি জানো না সখা ?
তবুও কেন মন উচাটন
না পেলে আমার দেখা!

তোমার আমার প্রণয় কাব্য
বহু চর্চিত এই ধরণী পটে,
ভালোবেসে আমি কলঙ্কিনী
তুমি নিষ্কলঙ্ক দেবতা বটে !!

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )