
ছাত্র যুবদের বই মুখী করার চেষ্টায় স্বেচ্ছাসেবী সংস্থা
বাইজিদ মন্ডল: দক্ষিন চব্বিশ পরগনা:- একটি শিশুর পরিপূর্ণ বিকাশ নির্ভর করে পরিবেশের গঠনগত দিক দিয়ে, কিন্তু বর্তমান সামাজিক অবক্ষয়, খেলাধুলাহীন পড়ন্ত বিকাল, একটি শিশু, কিংবা যুবক সকলেরই স্বাস্থ্য মানসিকতা যেমন হীন করে, ঠিক তেমন সামাজিক বোধগম্যতা তৈরি করে। হয়তো বর্তমান সমাজের স্রোতের দিক এইদিকেই কিন্তু সত্যি এর কোন দিশা নেই, তাই স্বামী বিবেকানন্দ কালচারল ফোরাম রাজবল্লভপুর উস্তিতে অবস্থিত। সারা বাংলা শুভবুদ্ধি সম্পন্ন বেশ কিছু মানুষ এই ফোরামের সঙ্গে যুক্ত আছে। এই ফোরাম স্রোতের বিপরীতে হেঁটে শিক্ষা, ক্রীড়া, সাহিত্য, সংস্কৃতি, পরিবেশ ও পাঠাগার ইত্যাদি কর্মে এক মানবিক ও সামাজিক সুস্থতার বীজ রোপন করে। এই সমাজ সেবা মূলক কর্মকান্ড ফোরামটি,মূলত ফোরামের সহ সাংস্কৃতিক সম্পাদক আলাপন ব্যানার্জি নিজের স্কলারশিপ দিয়ে করে থাকে। পাশাপাশি ফোরামের মহৎ উদ্দেশ্য ও গঠনশীল চিন্তাভাবনা ও দীর্ঘ চেতনা মূলক কর্মে সমাজের মধ্যে আদর্শ প্রেরণামূলক IAS,IPS,WBCS, অফিসার বৃন্দ থেকে শুরু করে আদর্শ পুলিশ কর্তা, শিক্ষক চিকিৎসক আইনজীবী সবাই United হয়ে এক সুন্দর সুস্থ আদর্শ ভাবে ফোরামটিকে সাজিয়ে তুলতে সক্ষম হয়েছে। এই ফোরামের কতৃক নির্মিত পাঠাগারে কম করে শতাধিক পাঠক, সকল বয়সের পাঠকই আছে এই ফোরামে, বিশেষ করে ছাত্র যুবদের মোবাইল ফোনে স্মার্ট নয়, বইয়ের মধ্যে দিয়েই মানবিক শিক্ষার বিকাশ করতে চাইছে এই ফোরাম। সকল ধরনের বই এই ফোরামে আছে। কম করে ১০০০এর উপর নানা বিষয়ের লেখার মধ্যে বই আছে,এই ফোরামের পাঠাগারে আরো কিছু বইয়ের প্রয়োজন বলে জানাই ফোরাম কর্তৃপক্ষ। পাশাপাশি এই পাঠাগারকে সমৃদ্ধ করেছে বিশিষ্ট WBSC অফিসার অর্মত্য দেবনাথ বাবু। শ্রদ্ধেয় কার্তিক ঘোষাল, শিক্ষক আব্দুল হাকিম বৈদ্য ও ফোরামে বই প্রদান করেছেন ছাত্র যুবদের বই মুখী করার চেষ্টা। এইজন্য ফোরাম কর্তৃপক্ষ তাঁদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি পাঠাগারের আসবাবপত্র প্রদান করেন বিশিষ্ট পুলিশ কর্মী শবনম্ পারভিন ও বিশিষ্ট শিক্ষক শ্রদ্ধেয় মৃন্ময় সাহা বাবু। আরো কিছু বই এবং আসবাবপত্রের প্রয়োজন এই পাঠাগারে, কেউ সাহায্য করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই ফোরামের পাঠক বন্ধুরা, অভিমত জানায়,প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ মিনিট বা এক ঘন্টার উপরে বই পড়ে এখানে, কোনো টাকা-পয়সায় বিনিময় ছাড়া। পাশাপাশি এখানের অন্তরিকতা সত্যিই মনোমুগ্ধকর। টিফিনের ও ব্যবস্থা রেখেছে এই ফোরাম। এই পাঠাগারের উদ্দেশ্য, কর্মা প্রণালী সমন্ধে সম্পাদক পঞ্চানন ব্যানার্জি বলেন”বই হলো জীবনের শ্রেষ্ঠ বন্ধুত্ব, একটি বই হাজার বন্ধু সমান”আজকের প্রত্যেকটা শিক্ষার্থীর মানসিক বিকাশে বই একান্ত হাতিয়ার। আপনারা আসুন বই পড়ুন শিশুর হাতে মোবাইল নয় বই জীবনমুখী হলে তবেই ছাত্র যুব জাগবে। পাশাপাশি সাহিত্য বিভাগীয় সম্পাদক ও শিক্ষার দায়িত্বে আছেন বিশিষ্ট কবি ও আদর্শ শিক্ষক মৃন্ময় সাহা বলেন-আমরা শিক্ষার্থীর সার্বিক ও মানবিক বিকাশ করতে চাই, তাই আমরা বিবিধভাবে তাদের পাশে ছিলাম আছি থাকবো। তাইতো আমি সুদূর মুর্শিদাবাদ থেকে এই ফোরামে ছুটে যাই, সুশিক্ষা বিস্তার ও সমাজ গঠনের এক দিশা হিসাবে এই ফোরাম এক সামাজিক নিদর্শন গড়ে তুলেছে। এবং সাহিত্য বিভাগের আরো এক সম্পাদক কবি পরিতোষ হালদার বলেন-আমি অনেক সোসাইটির সাথে, ক্লাবের সাথে যুক্ত আছি, কিন্তু মনে প্রানে আমি এই ফোরামকে বেশি ভালোবাসি, কারন এই ফোরাম আমাদের এলাকার ও সমাজের গর্ব, তাই আসুন সবাই এগিয়ে, এই ফোরামকে সমৃদ্ধ করতে হবে, সামাজিক বোধ মূল্যায়নে, ধন্যবাদ জানাই সবাইকে। দিকে দিকে আজ স্বামী বিবেকানন্দ কালচারাল ফোরাম এগিয়ে এবং এইভাবে এগিয়ে চলুক, আমরা সবাই এই কামনা করি।