একবিংশ কবিতারা

শ্রাবণী মুখার্জী (লালবাজার,বাঁকুড়া)

দামী হোক বা কমদামী মোট কথা রঙ্গীন সানগ্লাস
হট প্যান্ট বা চামড়া চিটানো জিন্স টপ
গট গট হেঁটে চলে একবিংশ কবিতা।
হাজির হতে রাতের অন্ধকারে অভ্যস্ত নিশাচর ভবঘুরে
কুয়াশার ঘোর লাগা ঘুমের বারোটা বাজিয়ে
ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি,
যতই হোক আমিতো মানুষ!
লাইফ স্টাইল ফ্যাশন ডিজাইনে ভরপুর
মাথা মুন্ডুহীন অনুচ্ছেদে ভর্তি
খাতার পাতায় পাতা সাজায়
আমি অবাক হয়ে তাকিয়েই থাকি,
লিখতে পারি না।
বুঝতেও পারি না,
বুঝতে গেলে ডিকশনারি নিয়েই বসতে হবে। হাতের কাছে সমসময় থাকে না বলে অধিকাংশ সময় অবুঝের মতো ঘাড় নেড়ে সায় দিয়ে যায়, অনেকটা সবজান্তা সমীপেষু।
কবিতারা বেশির ভাগই ভুয়া ফেসবুক,
তবুও তারা কবিতা!
আমি গৃহস্থ… ।

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )